কুড়িগ্রামের উলিপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চরের অবহেলিত জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চর জলাংকারকুঠিতে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন পরিচালনা করেন হাতিয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাব।
ক্যাম্পেইনে মাতৃ মৃত্যুর ঝুঁকি কমাতে গর্ভবতী নারীদের নিয়মিত খাবারের পাশাপাশি বিভিন্ন ফলমূল এবং ভিটামিন, আয়রন ট্যাবলেট খাওয়া ও স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে গর্ভকালীন সেবা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া কিশোরীদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও ধনুষ্টংকার রোগের জন্য টিডি টিকা নিতে উৎসাহিত করা হয়।
এ সময় শিশুর জন্য মায়ের বুকের দুধের উপকারিতার গুরুত্ব তুলে ধরেন তিনি। সেই সঙ্গে শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান। শিশুদের খাওয়ার আগে ও পরে দুই হাত ভালো করে ধোয়া, টয়লেট ব্যবহার করে সাবান দিয়ে হাত ধোয়া, নিয়মিত কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো, ভিটামিন ক্যাম্পেইনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো, প্রতি সপ্তাহে নখ কাটা, নবজাতক শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে নিয়মিত টিকা নেওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
এ সময় গৃহবধূ মোসলেমা খাতুন, আসমা বেগমসহ কয়েকজন বলেন, চরে দূর-দূরান্তে ক্লিনিক। আমাদের নারীদের চিকিৎসা নিতে হলে অনেক দূর যেতে হয়। ফলে যেতে না পারার কারণে স্বাস্থ্য সেবা থেকে আমরা বঞ্চিত হই। এরকম করে পরামর্শর সঙ্গে আমাদের ওষুধ দিলে আমরা উপকৃত হবো।
বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ’র আঞ্চলিক প্রতিনিধি রোকনুজ্জামান মানু, উপদেষ্টামণ্ডলীর সদস্য সাজাদুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক, আবু সাঈদ, এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই