বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার আয়োজনে জয়দেবপুর রেলওয়ে স্টেশন চত্ত্বরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (২৫ জুলাই) গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশু, হকার ও ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং তাদের মানসিক বিকাশের জন্য জীবনভিত্তিক শিক্ষণীয় গল্পের আসর আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ, গাজীপুর জেলা শাখার সভাপতি মুসাফির ইমরানের সভাপতিত্বে এবং তানভীরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য শ্যামল, জেরিন, প্রত্যয় ভট্টাচার্য, আনার হোসেন, জয়, আনিকা তাবাচ্ছুম, বিথী, রিমা, প্রমুখ।
উক্ত আয়োজনে অংশগ্রহণকারী ১০ বছর বয়সী শিশু ইয়াছিন বলে, আমি প্রতিদিন স্টেশনে পেপার কুড়াই। আজকে বসুন্ধরা শুভসংঘের ভাইয়া-আপুরা আসছে, আমাদের খাবার দিয়েছে, গল্প বলেছে। আমি প্রথমবার এমন সুন্দর গল্প শুনলাম।
এখানে বলা হইছে, গরিব মানুষও বড় বড় কিছু করতে পারে। আমিও বড় হয়ে পুলিশ হতে চাই, যাতে আমার মতো বাচ্চারা কষ্ট না পায়।
বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মুসাফির ইমরান বলেন, আমরা বসুন্ধরা শুভসংঘের সদস্যরা শুধু খাবার দিতে আসিনি, আমরা এসেছি তাদের মনে স্বপ্ন বুনে দিতে। এই শিশুরা সমাজের বোঝা নয়, তারাও একদিন গড়তে পারে আলোকিত ভবিষ্যৎ যদি আমরা তাদের পাশে থাকি।
বসুন্ধরা শুভসংঘ, গাজীপুর জেলা শাখার সদস্য ঝর্ণা হিয়া বলেন, শিশুদের চোখে যে কৌতূহল, যে প্রশ্ন, সেটাই আমাদের অনুপ্রেরণা। গল্পের মাধ্যমে তারা যেমন আনন্দ পেয়েছে, তেমনি কিছু শিখেছেও। সমাজের প্রতিটি মানুষ যদি এই শিশুদের জন্য একটুখানি ভালোবাসা বিলিয়ে দেয়, তাহলেই অনেক কিছু বদলে যাবে।
বসুন্ধরা শুভসংঘ, গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এমন মানবিক, শিক্ষণীয় ও আনন্দময় কর্মসূচি নিয়মিতভাবে চলমান থাকবে। এই আয়োজনটির মাধ্যমে সমাজে মানবতা, সহমর্মিতা ও আশার আলো ছড়িয়ে দেয়া হয়েছে।
এসময় বসুন্ধরা শুভসংঘের সদস্যর সকলে মিলে সুবিধাবঞ্চিত শিশু, হকার ও ভিক্ষুকদের সঙ্গে সময় কাটান, গল্প বলেন ও খাবার বিতরণ করেন।