সাম্প্রতিক ঘটনাবলী ও সাধারণ জ্ঞানের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখা। বৃহস্পতিবার (১৭ জুলাই) কলেজের হলরুমে অনুষ্ঠিত এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয়, চাকরি পরীক্ষার প্রশ্নপত্রভিত্তিক তথ্য এবং বিভিন্ন বিষয়ভিত্তিক জ্ঞান যাচাইয়ের সুযোগ পান। অংশগ্রহণকারীরা জানান, এই আয়োজন তাদের মেধার বিকাশ এবং জ্ঞানের পরিধি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলপনা আক্তার। দ্বিতীয় স্থান অধিকার করেন ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করেন ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার লিয়া। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম। তিনি বলেন, 'শিক্ষার্থীরা এই ধরনের কুইজ পরীক্ষাকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে আরও এমন আয়োজনের দাবি জানিয়েছে।'
এসময় আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সম্পাদক ইফফাত সুলতানা, সদস্য জান্নাতুল ফেরদৌস, পলি আক্তার, সাহিদা খাতুন, নাফিয়া তাসনিম মিশু, সায়মা জান্নাত, আঁখি মনি, আয়শা ও অন্যান্য শুভসংঘ সদস্যরা।
এই ধরনের আয়োজন ভবিষ্যতে শিক্ষার্থীদের জ্ঞান চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
বিডি প্রতিদিন/মুসা