রাজশাহীর মিঠা পানের খ্যাতি দেশজুড়ে। সারা দেশে খিলি পানের দাম বেড়ে দ্বিগুণ হলেও মোকামগুলোতে পানের দামে ধস নেমেছে। বর্তমানে পানির দামে বিক্রি হচ্ছে পান। এতে দিশাহারা হয়ে পড়েছেন চাষিরা। রপ্তানি জটিলতা ও সিন্ডিকেটের কারণে এমন হয়েছে বলে মনে করছেন চাষিরা। তারা বলছেন, সারা দেশের মধ্যে শুধু রাজশাহীতেই মিঠা পান উৎপাদন হয়। এ পানের বড় বাজার ছিল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। কিন্তু নানা জটিলতায় পান রপ্তানি হচ্ছে না। ব্যাপারীদের সিন্ডিকেটের কবলে পড়ে এমন হয়েছে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে রাজশাহীতে পানের ফলন ভালো হওয়ায় উৎপাদন বেড়ে দ্বিগুণ হয়েছে। অভ্যন্তরীণ চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় পানের দাম কমে গেছে। বিদেশে রপ্তানি বাড়াতে পারলে পানের ন্যায্যমূল্য পেত চাষিরা। কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে, রাজশাহীতে বর্তমানে ৫ হাজার ২৮৮ হেক্টর জমিতে পান চাষ হয়। ২০১৮ সালে যার পরিমাণ ছিল ২ হাজার ৫৯৮ হেক্টর। বর্তমানে ৪৪ হাজার ৮৭৬টি পান বরজ রয়েছে। এখান থেকে বার্ষিক পান উৎপাদনের পরিমাণ ৮০ হাজার ৪৫৬ টন। জেলায় তালিকাভুক্ত পান চাষির সংখ্যা ৫৫ হাজার ৭৮০ জন। রাজশাহীর দুর্গাপুর, পবা, মোহনপুর ও বাগমারা এলাকায় শত বছর ধরে পান চাষ হয়ে আসছে। পান বেচাকেনা ও চালানের জন্য ২০টি হাট ও চারটি বড় মোকাম আছে। এর মধ্যে বাগমারার তাহেরপুর, মোহনপুরের মৌগাছি ও কেশরহাট এবং দুর্গাপুরের আলীপুর মোকাম থেকে পান চালান হয় সারা দেশে। এসব হাট ও মোকামে দৈনিক ৬-৭ কোটি টাকার পান বিক্রি হয়। মোহনপুর উপজেলার আলাইপুর বিদিনপুর গ্রামের পান চাষি মোফাজ্জল হোসেন জানান, সারা বছরই বরজ থেকে পান পাওয়া যায়। গত এপ্রিলে এক বিড়া (৬৪টি) পানপাতার দাম ছিল ১২০-১৩০ টাকা। জুনে বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়। আর চলতি মাসে তা বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। হাটে পান বিক্রি করে চাষিরা কিছুই নিয়ে যেতে পারছে না। দুর্গাপুরের পানচাষি আলাউদ্দিন মোল্লাহ বলেন, ‘দেড় বিঘার পান বরজ থেকে বছরে দেড় লাখ টাকা আয় হতো। তাতেই সংসার চলে যেত। কিন্তু এবার পান বেচে শ্রমিক খরচই উঠছে না।’ দুর্গাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিপু সুলতান বলেন, ‘পানের দামের ওঠা-নামা স্বাভাবিক হলেও এ বছর দামটা বেশ কম। উৎপাদন বেশি হওয়ায় দামে নেতিবাচক প্রভাব পড়েছে।’ মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘রপ্তানি বাড়লে পান চাষিরা উপকৃত হবেন। চাষিদের সুবিধার্থে মোহনপুরে একটি পান গবেষণা ইনস্টিটিউট করার প্রস্তাব করা হয়েছে।’
শিরোনাম
- ইন্দোনেশিয়ার বন্যায় মৃত বেড়ে ২৩
- ওমানকে উড়িয়ে এশিয়া কাপে দারুণ শুরু পাকিস্তানের
- রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ
- ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব
- ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
- নিষেধাজ্ঞা প্রত্যাহার, ডাগআউটে ফিরছেন ফ্লিক
- খুলনায় অবৈধ অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক
- তিন দফা দাবিতে খুলনায় প্রকৌশলী শিক্ষার্থীদের মহাসমাবেশ
- খালিয়াজুরীতে স্পিডবোট ডুবে চার শিশু নিখোঁজ
- খেলাধুলা শুধু বিনোদন নয়, জাতির প্রাণশক্তিও: ফারুক-ই-আজম
- অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার
- জাতীয় নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কোনো প্রভাব ফেলবে না : দুলু
- পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩৭৯৭ মামলা, জরিমানা ২৬ কোটি
- ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১২ সদস্য গ্রেফতার
- নুরাল পাগলের দরবারে হামলার এক সপ্তাহ পর ওসির বদলি
- কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষে ইউএনওসহ আহত ৫০
- মানহীন রেস্টুরেন্ট ও খাবার দোকানের ছড়াছড়ি বরিশালে
- জেলের জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের ট্রেভ্যালি ফিশ
- ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় চট্টগ্রাম নগর সাজবে পিংক কালারে
- টেকনাফে মানব পাচারকারী চক্রের ৫ সদস্য আটক
পানির দামে বিক্রি হচ্ছে রাজশাহীর মিঠা পান
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর