কুমিল্লার লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ তুলে দেন সংগঠনটির লালমাই উপজেলার সদস্যরা।
দৈনিক কালেরকন্ঠের লালমাই ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন।
বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেশনপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, লালমাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম রাফসান প্রমুখ।
কেশনপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার বলেন, আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়ায় বসুন্ধরা শুভসংঘের পরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করবো ভবিষ্যতেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকবে সংগঠনটি।
বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষানুরাগী কামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে শিক্ষায় দেশকে এগিয়ে নিতে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ। এর আগেও সংগঠনটি লালমাই উপজেলার পিছিয়ে পড়াদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে।