তীব্র গরমে দাঁড়িয়ে নিজের দায়িত্ব পালন করছেন বোয়ালখালীর ট্র্যাফিক এটিএসআই সাইফুল ইসলাম।সুশৃঙ্খলভাবে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে দিতে দেখা যাচ্ছে তাকে। তবে গরমের তাপে শরীর যেন নুয়ে পড়ছে তার। এমন দৃশ্য নজরে আসে বসুন্ধরা শুভসংঘের সদস্যদের। ছাতা হাতে এই গরমে ছায়া দিতে এগিয়ে এলো বসুন্ধরা শুভসংঘ।
রবিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনকালে সাইফুল ইসলামকে একটি ছাতা উপহার দেওয়া হয়। ছাতা পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, 'তীব্র গরমে ডিউটি করছি। কেউ এগিয়ে আসেনি মাথায় ছায়া দিতে।তবে এগিয়ে এসেছে একমাত্র বসুন্ধরা শুভসংঘ। আমি শুভসংঘের সকল কলা-কৌশলীদের সার্বিক মঙ্গল কামনা করছি।'
এসময় উপস্থিত ছিলেন- মোশরাফুল হক, মো. বেলাল হোসেন, শাহাদাত হোসেন নয়ন, পারভেজ, কামাল উদ্দীন, মিজান, আজম, সালেহ আহমদ প্রমুখ।
মোশরাফুল হক বলেন, বসুন্ধরা শুভসংঘ ছোট থেকে বড় সবাইকে নজরে রাখেন। কার কী প্রয়োজন সেটি শুভসংঘ বুঝতে পারেন। দেশের একমাত্র মানবিক সংগঠন শুভসংঘ। যেটি বলার আগেই করার চেষ্টা করেন।
বিডি প্রতিদিন/মুসা