বসুন্ধরা শুভসংঘ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ এমএসবি নাজনীন লাকীর চিকিৎসার জন্য বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
লাকীর মানবিক কাজের প্রতি সম্মান জানিয়ে এবং তার সুস্থতা কামনা করে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা এগিয়ে এসেছেন। বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগৃহীত অর্থ আজ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১৪ মার্চ) সকালে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব।
নাজনীন নাকি বলেন, "বসুন্ধরা শুভসংঘ শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। আমি যখন সুস্থ ছিলাম, তখন শুভসংঘের সঙ্গে মিলে অসংখ্য মানবিক কাজ করেছি। আজ সেই শুভসংঘ আমার জন্য এগিয়ে এসেছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাতে পারি, তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এই চিকিৎসার খরচ অনেক বেশি। আমার পরিবার, শুভাকাঙ্ক্ষীরা চেষ্টা করছে, কিন্তু একা পেরে ওঠা সম্ভব নয়। সবাই মিলে যদি আমাকে একটু সহায়তা করেন, আমি আবারও ফিরে আসব।"
উল্লেখ্য, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন নাজনীন লাকীর চিকিৎসা ব্যয় অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন