আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে 'ভাষার মাসে আপন ভাবনা' শীর্ষক ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এ সময় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বসুন্ধরা শুভসংঘের জবি শাখার সভাপতি জুনায়েত শেখের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য ফাতেমাতুজ জোহরা।
ভিডিও বক্তব্য প্রতিযোগিতায় সেরা পাঁচ জন পুরস্কার পেয়েছেন। তারা হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. রহিম, একই বিভাগের ফাতেমা তুজ জহুরা, ইংরেজি বিভাগের মো. জিসান ইসলাম জিহাদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জান্নাতুন নাইম ও সমাজবিজ্ঞান বিভাগের সুহাইল আহমেদ। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সনদপত্র দেওয়া হয়েছে।
এসময় জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহতাব হোসেন লিমন বলেন, বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা যে আয়োজন করেছে সেটা সত্যিই প্রশংসার দাবিদার। এ সকল কার্যক্রমের ফলে শিক্ষার্থীদের মাঝে আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধি পাবে। এই আগ্রহ উদ্দীপনার ফলে তাদের মাঝে মানসিকতার বিকাশ ঘটবে। যেটি তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। এ আয়োজন করার জন্য বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রতি কৃতজ্ঞতা। এ ছাড়া ভবিষ্যতে আরো ভালো কার্যক্রম করার জন্য শুভসংঘের প্রতি তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যে জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন বলেন, বসুন্ধরা শুভসংঘ মেধাবী ও অসচ্ছলদের পাশে দাঁড়িয়েছে। এর আগে অন্য কোনো সংগঠন এই কাজ করে নাই। বসুন্ধরা শুভসংঘ যে সকল কার্যক্রম হাতে নিয়েছে তা অব্যাহত থাকুক। এছাড়া তিনি শুভসংঘের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন ও তাদের সফলতা কামনা করেছেন।
এ সময় উপস্থিত থাকা বসুন্ধরা শুভসংঘের সদস্যরা সংগঠনটি নিয়ে তাদের পরিকল্পনা এবং মানুষের কল্যাণের কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যে জবি বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখ বলেন, 'আমরা মানুষের জন্য কাজ করতে চাই। যদি নিজ পকেটের টাকা দিয়েও করতে হয়, তবুও আমরা পিছপা হবো না। সংগঠনটি সবার। কেউ কারো ওপর নির্দেশ দিয়ে কাজ করবে না। আমরা সবাই মিলেমিশে কাজ করবো। সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।'
বিডি প্রতিদিন/মুসা