‘শুভ কাজে, সবার পাশে’ এই মূলমন্ত্র ধারণ করে বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি ঘোষিত হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির ঘোষণা করেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
কমিটিতে সভাপতি হয়েছেন আইন ও বিচার বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মায়িশা যাহীন।
কমিটির অন্য সদস্যরা হলেন-সহসভাপতি সানজিদা পারভীন, রত্না খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আলম কাজল, সাংগঠনিক সম্পাদক মাহজাবিন আফরোজ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক মো. লাদেন, অর্থ সম্পাদক সুহার্তদৌলা অনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র প্রসাদ কর্মকার, সমাজকল্যাণ সম্পাদক সাফায়াত হোসাইন সাগর, ক্রীড়া সম্পাদক শুভ আহমদ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক গৌরব গোপ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. নাফিজ আল নোমান, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, সহ সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম ইফতেখার হোসাইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক প্রত্যাশা রাণী, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক তিথী দাস, ইভেন্ট সম্পাদক মেহেদী হাসান, স্বাস্থ্য ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক শতাব্দী রায়, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাকিব আহমেদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক কবির আহমেদ।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন সানজিদা খানম, মো. রুবাই হোসেন, মো. জুবায়ের হোসেন ও তৌফিক এলাহি। এ ছাড়াও কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ কেন্দ্রের পরিচালক অধ্যাপক জামাল উদ্দীন, গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সভাপতি অধ্যাপক মো. রবিউল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রেজাউল রাকিব।
বিডি প্রতিদিন/এমআই