বিশ্ব যখন তরুণদের ওপর নির্ভর করে একটি টেকসই উন্নত বিশ্বে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে, ঠিক সেই মুহূর্তে তারুণ্যের শক্তিতে বলীয়ান হয়ে এক ইতিহাসের সাক্ষী হয়েছে বাংলাদেশ। এই তরুণদের চাওয়া বৈষম্যহীন, সাম্য ও মেধাভিত্তিক, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, সুশাসিত নতুন বাংলাদেশ। তরুণদের নতুন বাংলাদেশে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে যারা নিজেদের পরিণত করবে মানবিক, মেধাবী ও দক্ষ জনসম্পদে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির আয়োজনে গাজীপুরের কাপাসিয়ায় ড. আব্দুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে 'তরুণদের নতুন বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী শরীফ, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো. মামুন, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. আমিনুর রহমান, সদস্য তাহমিদ আরেফিন সাজিদ, বসুন্ধরা শুভসংঘ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বিত শাখার সদস্য সচিব রানা সরকার উপস্থিত ছিলেন।
এসময় গাজী শরীফ বলেন, দুরন্তপনা, অসীম সাহস এবং নবসৃষ্টির উদ্দীপনা যেকোনো কঠিন বাধাবিপত্তিকে অতিক্রম করতে পারে। বাংলাদেশের তরুণসমাজ ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানে সেটাকেই আবার প্রমাণ করেছেন। একটি সুন্দর, প্রগতিশীল, অর্থবান, পরিবেশবাদী এবং সমৃদ্ধ দেশ গড়তে তরুণদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে নব দিগন্তের সূচনা করতে হবে। সকল উন্নতির চাবিকাঠি হলো শিক্ষা। তাই শিক্ষার প্রসারে বিশেষভাবে নজর দিতে হবে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে জামিয়া তাসনিম বলেন, 'দেশের অর্ধেক জনগোষ্ঠীই হচ্ছে নারী। নারীদের দমিয়ে রেখে কোনোভাবেই সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয়। পুরুষতান্ত্রিকতা ও নারীর বিকাশ বিরোধী মন মানসিকতা পরিহার করে নতুন বাংলাদেশে নারীর জন্য সমান সুযোগ, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা হবে বলে আমি বিশ্বাস করি।'
বিডি প্রতিদিন/মুসা