চট্টগ্রামের পটিয়া উপজেলার নয়াহাট এলাকায় একটি মিনি কাভার্ডভ্যানসহ তেল ছিনতাইয়ের ঘটনায় সুজন দত্ত (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মিনি কাভার্ডভ্যানসহ ১ হাজার ৩৫২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে। গ্রেফতার সুজন দত্ত আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের দিলীপ দত্তের ছেলে।
পটিয়া থানার এসআই প্রদীপ দে জানান, বৃহস্পতিবার সকালে নয়াহাট এলাকায় সয়াবিন তেলবাহী একটি মিনি কাভার্ডভ্যান ছিনতাই হয়। এ সময় কয়েকজন দুর্বৃত্ত চালককে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও গাড়িসহ তেল লুট করে নিয়ে যায়। ঘটনার পর কোম্পানির কর্মকর্তা শাহ জুলহাস বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিকালে আনোয়ারা উপজেলার চাতরি ইউপির নিজ বাড়ি থেকে সুজন দত্তকে গ্রেফতার করা হয়। এসময় ছিনতাই করা মিনি কাভার্ডভ্যানসহ ১ হাজার ৩৫২ লিটার তেল উদ্ধার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএম