আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগ (বিবিএল)। পাকিস্তানের শীর্ষ ক্রিকেটাররা এই আসরে খেলার অনুমতি পেয়েছেন।
যদিও এর আগে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারের পর পাকিস্তানি ক্রিকেটারদের ওপর কড়া সিদ্ধান্ত আরোপ করে পিসিবি। হঠাৎ করেই বাবর-শাহিনদের বিদেশি লিগে খেলায় অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া বন্ধ বলে ঘোষণা করে। যা আসন্ন বিগ ব্যাশ, বিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বড় ধাক্কা হিসেবে আসে। এনওসি নিয়ে সেই স্থগিতাদেশ তুলে নিয়েছে পিসিবি।
শুক্রবার (২৪ অক্টোবর) সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলবেন পাকিস্তানের ক্রিকেটাররা।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও পাকিস্তানের খেলোয়াড়দের এই সিদ্ধান্ত পিসিবি জানিয়ে দিয়েছে। এর আগে যাঁরা অনাপত্তিপত্র পেয়েছিলেন, তাঁরা সবাই বিগ ব্যাশে খেলতে পারবেন।
পাকিস্তানের ক্রিকেটাররা শুধু বিগ ব্যাশেই খেলবেন, নাকি সব লিগেই খেলতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যাঁদের বৈধ চুক্তি ও অনুমতি রয়েছে, তাঁদের ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম করা হয়েছে।
এবারের বিগ ব্যাশ ১৪ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা হতে পারে। পাকিস্তানি ক্রিকেটারদের যদি সব লিগে খেলতে এনওসি দেওয়া হয়, তাহলে বিপিএলেও তাদের দেখা যেতে পারে।
এবারের বিগ ব্যাশে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, শাদাব খানরা দল পেয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত