ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) নাসিম উদ্দিন আকন নিহত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু সায়েম জানান, ঠিকাদারী কাজ শেষে মোটরসাইকেল করে রাজাপুরে ফিরছিলেন তিনি। ওই সময় পাথরঘাটাগামী একটি বাস তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খেয়ে ডোবায় পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থালে পুুলিশ পাঠানো হয়েছিল। তবে এর আগে বাসের চালকরা পালিয়ে যায়। অভিযান চালিয়ে তাদের আটকের চেষ্টা চলছে।
আগামীকাল রবিবার (২৫ অক্টোবর) সকালে রাজাপুর পাইলট স্কুল মাঠে আকনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শোক বার্তায় দলের চেয়ারপারসের উপদেষ্টা জিয়া উদ্দীন হায়দার, কেন্দ্রীয় বিএনপির ধর্মসম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবল হক নান্নু, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেনহ বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
তারা নাসিম উদ্দিন আকনকে বেহেস্তে নসিব এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান। এর আগে গত ২৫ জানুয়ারি এক দলীয় বিজ্ঞপ্তিতে তার দলীয় পদ স্থগিত করেছিল বিএনপি।
বিডি প্রতিদিন/কামাল