ছেলেরা স্বভাবত অগোছালো হলেও নিজেদের সাজসজ্জার ব্যাপারে তারা বেশ সতর্ক। তা হোক পোশাকের স্টাইল বা চুলের পরিপাটি সাজ। গরমের সময় এলে চুলের স্টাইলেও তাই আসে পরিবর্তন। ছেলেদের হেয়ার কাট নিয়ে চলছে নানা পরীক্ষানিরীক্ষা, আর তারুণ্য তাদের মুখের গড়ন অনুযায়ী নতুন নতুন স্টাইল বেছে নিচ্ছে।
সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠান শোভন মেকওভারের প্রধান পরিচালক ও কসমোলজিস্ট শোভন সাহা বলেন, ‘গরমে ছেলেদের চুল ছোট রাখাই ভালো। মাথায় বাতাস লাগে ও আরাম পাওয়া যায়। তবে চুলের কাট অবশ্যই বয়স, গায়ের রং, চেহারা এবং পেশার ওপর নির্ভর করে বেছে নিন।’
ধরন ও গড়ন বুঝে হেয়ার কাট
হেয়ার কাট নির্বাচনের আগে চুলের ধরন বোঝা জরুরি। চুল সোজা, কোঁকড়ানো নাকি ঢেউ খেলানো, তা বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত। মুখের গড়ন অনুযায়ী চুলের স্টাইল ভিন্ন হতে পারে। স চৌকো মুখ : এ ধরনের মুখের জন্য ছোট চুলের কাট বেশি মানানসই।
► গোলাকার মুখ : গোলগাল চেহারায় লম্বা চুল ভালো দেখাবে না। সামনে কিছুটা বড় রাখলে ভালো লাগবে।
► ডিম্বাকৃতির মুখ : এ ধরনের গড়নে যে কোনো ধরনের হেয়ার কাটই মানিয়ে যায়। তবে নতুন স্টাইল করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।
আর হ্যাঁ, ফ্যাশন ম্যাগাজিন ‘জিকিউ’ (Gentleman's Quarterly)-এর প্রতিবেদন অনুযায়ী, প্রত্যেকের চুলের ধরন বুঝে স্টাইল বেছে নিলে তা ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তুলবে।
হেয়ার কালার এবং স্মার্ট দাড়ি
গরমের এই সময়ে চুলে রং করিয়ে চেহারার আদলে পরিবর্তন আনতে পারেন। এখনকার ট্রেন্ডে ব্লন্ড, ব্রাউন, ম্যাজেন্টা এবং রেড রংগুলো বেশ জনপ্রিয়। চাইলে শুধু দুই-এক দিনের জন্য কালার ওয়াক্স ব্যবহার করে সাময়িক রং করতে পারেন, যা শ্যাম্পু করলেই চলে যাবে। চুলের পাশাপাশি দাড়ির স্টাইলও এখন ছেলেদের লুকের গুরুত্বপূর্ণ অংশ। খোঁচা খোঁচা দাড়ি থেকে শুরু করে ফ্রেঞ্চ স্টাইল-নানা ধরনের স্টাইল এখন বেশ চলছে। মুখের গড়ন অনুযায়ী ফ্রেঞ্চ কাট, ক্লিন শেভ বা সনাতনী দাড়ি বেছে নিতে পারেন। মুখের গড়ন অনুযায়ী কোন স্টাইলটি আপনার জন্য সেরা, তা হেয়ার এক্সপার্টের কাছে জেনে নিন।
প্রতিদিনের যত্নে নতুনত্ব
সুন্দর হেয়ার কাট ধরে রাখতে ছেলেদের নিয়মিত হেয়ার জেল, ক্রিম, ওয়াক্স, স্প্রে বা টেম্পোরারি কালার ব্যবহার করতে হয়। এসব ব্যবহারের পর প্রতিদিন শ্যাম্পু করা আবশ্যক। তবে মনে রাখা ভালো, যে কোনো স্টাইল বা পণ্য ব্যবহারের আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ তিনিই আপনার চেহারা ও চুলের ধরনের সঙ্গে মানানসই সেরা স্টাইলটি বলে দিতে পারেন।
লেখা : সাদিয়া সারা