ইয়ামি গৌতম ধর। দাপুটে চরিত্রে বেশি দেখা যায় বলিউডপাড়ার এই অভিনেত্রীকে। কেননা গতানুগতিক ধারার ‘নায়িকা’ চরিত্রের বাইরে তিনি সবচেয়ে বেশি দর্শকনন্দিত। যদিও দীর্ঘদিন পর্দার বাইরে ছিলেন ইয়ামি। তবে আবারও অভিনয়ে তাকে দেখা যাবে। গেল বছর নিজের চুল কেটে ছোট করেছেন এবং তার এই নতুন চুলের যত্ন ও স্টাইল করার জন্য তিনি কী করেন তা নিয়ে আজকের আয়োজন...
ইয়ামি গৌতম ধর। গতানুগতিক ধারার ‘নায়িকা’ চরিত্রের বাইরে অভিনয় করে বলিউডপাড়ায় নিজের স্থান তৈরি করেছেন। ২০১২ সালে ভিকি ডোনারের মাধ্যমে আত্মপ্রকাশের পর থেকে, ইয়ামি জটিল চরিত্রে অভিনয় করে তার দক্ষতার পরিচয় দিয়েছেন। তার ফিল্মোগ্রাফিতে রয়েছে- এ থার্সডে, উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক, লস্ট, চোর নিকাল কে ভাগা, ওএমজি ২ এবং আর্টিকেল ৩৭০-এর মতো সিনেমা। সম্প্রতি ইয়ামি গৌতম তার লম্বা চুল কেটে ছোট বব স্টাইল করেছেন। যদিও তিনি পর্দার চরিত্রে বব স্টাইল করেছিলেন। তবে বাস্তবজীবনে এটি তার জন্য বেশ বড় পরিবর্তন। কারণ ইয়ামি সব সময়ই ছিলেন ‘লং হেয়ার’ সেলেব।
ছোট বব স্টাইল নিয়ে বেশ উচ্ছ্বাসিত ইয়ামি গৌতম। এ প্রসঙ্গে তার ভাষ্য, সত্যি বলতে- এটি বেশি উত্তেজনাপূর্ণ ছিল। আমি আগে কখনো ছোট চুল রাখিনি। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়াটা এমন কিছু; যার জন্য আমি সত্যিই গর্বিত। এখন আমি এই নতুন লুকের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। এক সময় ভাবতাম কেবল ‘লং হেয়ার’-এ বেশি স্টাইল করা যায়, এখন দেখছি ছোট চুলের জন্যও অনেক স্টাইল রয়েছে। ইয়ামি নিজের হেয়ার কেয়ার নিয়ে খুব বেশি শঙ্কিত নন। কেননা তার ভাষ্যমতে, এ ধরনের হেয়ার কেয়ার বেশ সহজ। কেবল বর্ষাকালে খুব বেশি কন্ডিশনিং এড়িয়ে যান। এ ছাড়াও একটি ভলিউমাইজিং শ্যাম্পু চুলের নিস্তেজভাব থেকে বাঁচাতে সাহায্য করে। এক সাক্ষাৎকারে ছোট হেয়ার কেয়ার নিয়ে ইয়ামি বলেছিলেন, ‘এটা সহজ রাখুন, আপনার চুল প্রাকৃতিকভাবে একটি স্টাইল ধরে নিক এটা সবসময়ই ভালো।’ কেবল হেয়ার কেয়ার-এ নয়, চুল স্টাইলিংয়ে কতক্ষণ লাগে? এমন প্রশ্নে ইয়ামির ভাষ্য, শুনে হয়তো হাসি পাবে, তবে মাঝে মাঝে ছোট চুল স্টাইল করতে বেশি সময় লাগে। গড়ে ৩০ মিনিট। শুধু তাই নয়, চুলের দৈর্ঘ্য নিয়ে ইয়ামি ভীষণ আগ্রহী। তিনি আরও অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে চান। অন্যথায় তার মতে, মাঝারি দৈর্ঘ্য যথেষ্ট। খুব বেশি লম্বাও নয়; আবার খুব ছোটও নয়। অন্যদিকে ইয়ামি চুলের যত্নে বেশ কৌশলী। বলিউডপাড়ার এই অভিনেত্রী মনে প্রাণে বিশ্বাস করেন, মাথার ত্বকে ভালো করে তেল দেওয়াটা চুলের মূল দাওয়া। এ ছাড়াও তার ভাষ্য, সপ্তাহে অন্তত একবার দইয়ের হেয়ার প্যাক ব্যবহার করলে চুলের সুস্বাস্থ্যে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে। ইয়ামি গৌতমের প্রিয় হেয়ার স্টাইল হলো- ‘টেক্সচার্ড পনিটেল’। এমনকি ইয়ামি মনে করেন, অগোছালো, বিছানা থেকে উঠেই যেমন তেমন ‘লুক’ দেখায়... এই লুকের মধ্যে একটা সহজাত আবেদন আছে। পাশাপাশি তিনি রমণীদের উদ্দেশ্য করে বলেন, ছোট দৈর্ঘ্যরে হেয়ার কাট উপভোগ করুন। টেক্সচার ও রং নিয়ে পরীক্ষায় মেতে থাকুন।
তথ্যসূত্র : ফেমিনা