নগরীর ব্যস্ততম সিটি করপোরেশনের সামনের সড়কের গুরুত্বপূর্ণ মোড়টি সকাল থেকে বিকাল পর্যন্ত দখলে থাকে মোটরসাইকেলের। দীর্ঘদিন ধরে ওই মোড়ে দেড় থেকে দুই শ মোটরসাইকেল দুই সারিতে পার্কিং করা থাকে। যার কারণে ভোগান্তিতে পড়ে বিভিন্ন যানবাহন। যানজট লেগে যাওয়াসহ ছোট ছোট দুর্ঘটনাও ঘটে। ফজলুল হক এভিনিউ ও চকবাজার সড়কে নগর ভবনের অবস্থান। এ ভবনের চকবাজার প্রবেশমুখে গেটের সামনে ও জেলা পরিষদের পুকুরের পাড়ে সারি দিয়ে মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়। এ ছাড়াও ফজলুল এভিনিউ থেকে প্রবেশপথের ফুটপাত দখল করে রেখেছে ভ্রাম্যমাণ বিক্রেতারা। বন্ধের দিন বাদে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মোটরসাইকেল সড়কের দুই ভাগ দখলে থাকে। এতে প্রায় সময় মোড়ে যানজট লেগে থাকে। রাস্তা পার হতে গিয়ে পথচারীরা দুর্ঘটনার শিকার হয়।
পথচারীরা জানিয়েছেন, প্রতিদিন বিপুলসংখ্যক নগরবাসী বিভিন্ন সেবার জন্য নগর ভবনে আসেন। তাদের মোটরসাইকেল রাখার কোনো স্থান নেই। নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল রাখার গ্যারেজে রাখতে পারেন না। তাই সেবা গ্রহীতারা তাদের মোটরসাইকেল রাস্তার ওপর রেখে দেন। শুধু সেবা গ্রহীতারাই নন, নগর ভবনের অনেক কর্মকর্তা-কর্মচারীও মোটরসাইকেলও রাস্তায় পার্কিং করেন। নগর ভবনে মোটরসাইকেল রাখার জন্য গ্যারেজ করে দেওয়া খুব জরুরি। তা না হলে গেটের ভিতরে রাখার স্থান দিতে পারে। কিন্তু গেটে প্রবেশ করতে না দেওয়ায় পথচারীদের ভোগান্তি বাড়ছে। এ বিষয়ে নগর ভবনের কর্মকর্তারা দাবি করছেন, তাদের কর্মকর্তা-কর্মচারীরা রাস্তায় রাখেন না। সেবাগ্রহীতারা রাখেন। তাদের মোটরসাইকেল রাখার মতো স্থান নেই।