সবচেয়ে সুন্দর গ্যালাক্সি
আপনি দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে কখনো কোনো ছায়াপথ পর্যবেক্ষণ করেছেন? কোথা থেকে শুরু করবেন তা নিশ্চই অজানা। আজকের ফিচার আপনাকে রাতের আকাশে দেখা যায় এমন ৭টি সুন্দর ছায়াপথ সম্পর্কে তথ্য জানতে সাহায্য করবে...
আমাদের মাথার ওপরের আকাশে বিস্ময়কর দৃশ্যের শেষ নেই। সেই আকাশের অসংখ্য বিস্ময়ের মধ্যে অনেকগুলো সরাসরি আমাদের চোখের সামনে ধরা পড়ে। যেসব রহস্যের কতক খালি চোখে অথবা ছোট টেলিস্কোপ বা দুরবিন দিয়ে দেখা যায়। যার মধ্যে অন্যতম গ্যালাক্সি। এই গ্যালাক্সি বাংলায় যা ছায়াপথ হিসেবে পরিচিত সেগুলো হলো-লাখো কোটি তারার এক বিশাল সমাবেশ, যা মহাকর্ষ বলের মাধ্যমে গ্যাস ও ধূলিকণার সঙ্গে একত্রিত হয়ে থাকে। ধারণা করা হয়, মহাবিশ্বে ১০০ বিলিয়নেরও বেশি ছায়াপথ আছে। কিন্তু আপনি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে রাতের আকাশে কোন ছায়াপথগুলো দেখতে পারেন?
কিছু বড় ছায়াপথ রাতের আকাশে হালকা আলোর দাগের মতো দেখা যায়। তবে ১৯২০-এর দশকে জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল প্রমাণ করেন যে, এগুলো আমাদের ছায়াপথ (মিল্কিওয়ে)-এর বাইরেও স্বাধীনভাবে বিদ্যমান। তার আগে মনে করা হতো, এগুলো আমাদের ছায়াপথের বাইরের দিকে থাকা সর্পিলাকার নীহারিকা। হাবল আরও দেখিয়েছে যে, ছায়াপথগুলো আকার ও আকৃতিতে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। দুই-তৃতীয়াংশ ছায়াপথের স্বতন্ত্র সর্পিলাকার প্যাটার্ন রয়েছে, বাকিগুলো ডিম্বাকৃতির বা অনিয়মিত আকৃতির। এগুলো লাখ লাখ তারা ধারণকারী বামন ছায়াপথ থেকে শুরু করে ট্রিলিয়ন ট্রিলিয়ন তারা ধারণকারী দৈত্যাকার ছায়াপথও হতে পারে। রাতের আকাশে বিভিন্ন ধরনের ছায়াপথ দেখা সম্ভব এবং আমরা সাতটি সেরা ও সবচেয়ে সুন্দর ছায়াপথ বেছে নিয়েছি। কীভাবে সেগুলো খুঁজে বের করবেন এবং কী দেখতে পাবেন, সে সম্পর্কেও তথ্য দেওয়া হলো। এই বস্তুগুলোর অধিকাংশই মেসিয়ার অবজেক্ট।
রাতের আকাশে টেলিস্কোপ দিয়ে সহজে দেখতে পারেন এমন কিছু ছায়াপথের নাম নিচে দেওয়া হলো-
১. অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি (M31)
► নক্ষত্রপুঞ্জ : অ্যান্ড্রোমিডা
► কো-অর্ডিনেটস : RA 00h 42m 42s dec. +41° 16' 00'
অ্যান্ড্রোমিডা ছায়াপথ আমাদের ছায়াপথের সবচেয়ে কাছের বড় ছায়াপথ। একে খালি চোখেও দেখা সম্ভব। অন্ধকার এবং চাঁদহীন রাতে আপনি এটিকে মিল্কিওয়ের খুব কাছে একটি হালকা কুয়াশার মতো দেখতে পাবেন। বাইনোকুলার ব্যবহার করলে এটি সহজে খুঁজে পাওয়া যায়। একটি ৬ ইঞ্চি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এটিকে একটি লম্বা ডিম্বাকার আকৃতির বস্তু হিসেবে দেখা যাবে, যার কেন্দ্রটি সামান্য উজ্জ্বল দেখাবে।
২. দ্য ওয়ার্লপুল গ্যালাক্সি (M51)
► নক্ষত্রপুঞ্জ : ক্যানিস ভেনাটিসি
► কো-অর্ডিনেটস : RA 13h 30m 00s dec. +47° 16' 00'
ওয়ার্লপুল গ্যালাক্সি ক্যানিস ভেনাটিসিতে অবস্থিত একটি চমৎকার ছায়াপথ। এটি আলকাইডের (Alkaid) খুব কাছেই খুঁজে পাওয়া যায়। তবে এর সর্পিলাকার বাহুগুলো স্পষ্টভাবে দেখতে আপনার একটি বড় দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে।
৩. ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি (M33)
► নক্ষত্রপুঞ্জ : ট্রায়াঙ্গুলাম
► কো-অর্ডিনেটস : RA 01h 33m 54s dec. +30° 39' 00''
অন্ধকার আকাশে ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি খালি চোখেও দেখা যায়, তবে আলোর দূষণের কারণে এটি দেখতে বাইনোকুলার প্রয়োজন হতে পারে। এটি হামাল (Hamal) এবং মিরাখের (Mirach) মাঝখানে অবস্থিত।
৪. দ্য সোমব্রেরো গ্যালাক্সি (M104)
► নক্ষত্রপুঞ্জ : ভার্গো
► কো-অর্ডিনেটস : RA 12h 40m 00s ndec. -11° 37' 23'''
ভার্গো নক্ষত্রপুঞ্জের মধ্যে অবস্থিত এই ছায়াপথটি যে কোনো দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সহজেই দেখা যায়। একটি ৬ ইঞ্চি যন্ত্রে এটি একটি লম্বা উজ্জ্বল আলোর মতো দেখায়। এর প্রধান বৈশিষ্ট্য হলো একটি কালো ধূলিকণার স্তর, যা এর কেন্দ্রের নিচ দিয়ে আড়াআড়িভাবে চলে গেছে।
৫. M81 ও M82
► নক্ষত্রপুঞ্জ : উরসা মেজর
► কো-অর্ডিনেটস : RA 09h 55m 33s dec. +69° 03' 55''
উরসা মেজরের এই দুটি ছায়াপথ, M81 বোডস গ্যালাক্সি এবং M82 দ্য সিগার গ্যালাক্সি, আকাশে একে অপরের খুব কাছাকাছি অবস্থিত। একটি ছোট দূরবীক্ষণ যন্ত্র এবং কম ম্যাগনিফিকেশন ক্ষমতাসম্পন্ন আইপিস ব্যবহার করে আপনি তাদের একই দৃশ্যে দেখতে পাবেন।
৬. দ্য লিও ট্রিপলেট
► নক্ষত্রপুঞ্জ : লিও
► কো-অর্ডিনেটস : RA 11h 18m 55s dec. +13° 05' 32''
লিও ট্রিপলেট তিনটি সর্পিলাকার ছায়াপথ নিয়ে গঠিত : M65, M66 এবং NGC 3628। এটি থিটা লিওনিস (? Leonis) এবং আয়োটা লিওনিস (? Leonis)-এর মাঝামাঝি অবস্থিত। বড় দূরবীক্ষণ যন্ত্রে এগুলো স্পষ্টভাবে দেখা যাবে।
৭. দ্য পিনহুইল গ্যালাক্সি (M101)
► নক্ষত্রপুঞ্জ : উরসা মেজর
► কো-অর্ডিনেটস : RA 14h 03m 12s dec. +54° 20' 57''
এই ছায়াপথটি আমাদের ছায়াপথের মতোই বিশাল। বাইনোকুলারে এটি দেখতে পেলেও এর সর্পিলাকার বাহুগুলো দেখতে আপনার অন্ধকার আকাশ এবং একটি ৬ ইঞ্চি দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে।
তথ্যসূত্র : স্কাই নাইট ম্যাগাজিন