আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর নতুন রং ‘কসমিক অরেঞ্জ’ অ্যাপলের ‘অ্যা ড্রপিং’ ইভেন্টে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল না, কারণ অনেক গুজব আগেই এই নতুন প্রিমিয়াম রঙের ইঙ্গিত দিয়েছিল। তবু উজ্জ্বল এই কমলা রংটি আইফোন প্রো সিরিজের আগের মডেলগুলোর হালকা রঙের ফিনিশিং থেকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। টমস গাইডের গ্লোবাল এডিটর ইন চিফ মার্ক স্পোনাওয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে অ্যাপলের গ্লোবাল মার্কেটিং প্রধান গ্রেগ জোসওয়াক এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস জানান, নতুন এই রং আনার পেছনে আংশিকভাবে কারণ হলো আইফোন ১৬ প্রো-এর টাইটানিয়াম থেকে আইফোন ১৭ প্রো-তে অ্যানোডাইজড অ্যালুমিনিয়মে পরিবর্তন আসা। এটি বেশ হালকা ও শক্তি-সাশ্রয়ী উপাদান, যা অ্যানোডাইজেশনের মাধ্যমে বিস্তৃত রং সাপোর্ট করে।
জোসওয়াক বলেন, বছরের পর বছর ধরে আমাদের প্রো গ্রাহকরা বলে আসছিলেন- ‘হে, আইফোনের অন্য সিরিজগুলো সব মজাদার রং পায়, আর আমরা পাই না।’ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই জোসওয়াক জানান, ‘ঠিক আছে, আপনারা মজাদার রং চান, তাহলে কসমিক অরেঞ্জ কেমন হয়?’ অনেকে অবশ্য আইফোন প্রো-এর আইকনিক কালো বা স্পেস ব্ল্যাক রঙের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন, যার জায়গাটি সম্ভবত কসমিক অরেঞ্জ দখল করেছে। এই প্রসঙ্গে জোসওয়াক বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে গাঢ় রঙের বিভিন্ন শেড ব্যবহার করেছি। আমরা জানি মানুষ গাঢ় রং পছন্দ করে। আমাদের ডিপ ব্লু আছে, যা দেখতে অসাধারণ।’ তিনি আরও বলেন, ক্লাসিক সিলভার রংও এখনো একটি বিকল্প হিসেবে আছে। টার্নাস এবং জোসওয়াক রঙের পছন্দ সম্পর্কে বিস্তারিত কিছু না বললেও জোসওয়াক স্মরণ করেন যে, যখন অ্যাপলের ‘পৃথিবীর সেরা ডিজাইন কর্মীরা’ প্রথম তাদের কাছে নতুন রংগুলো দেখিয়েছিলেন, তখন তারা বলেছিলেন-হ্যাঁ, এটা অসাধারণ।’ জন টার্নাস নিজে কসমিক অরেঞ্জ রঙের একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স ব্যবহার করছেন বলেও জানা যায়।
তথ্যসূত্র : টেকরাডার