কুড়িগ্রামের ভুরুঙ্গামারী-সোনাহাট স্থল বন্দর সড়কে এক বাইসাইকেল আরোহী স্কুল ছাত্র ট্রাক চাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফুটানি বাজারের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।
নিহতের নাম আশিক (১৫) স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র এবং পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আশিক বিকালে বাইসাইকেল নিয়ে বাজার যাচ্ছিলেন। এ সময় ভুরুঙ্গামারী অভিমুখী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ছাত্রের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক