যশোরের চৌগাছা বাজারে শিশুদের জন্য তৈরি আইসক্রিমে শিল্পজাত রং ও কেমিকেল ব্যবহার করার দায়ে একটি ফ্যাক্টরির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
তিনি বলেন, ‘অভিযানকালে আইসক্রিম ফ্যাক্টরিটিতে গিয়ে দেখা যায়, শিল্পজাত রং ও ক্যামিকেল দিয়ে অনুমোদনহীনভাবে শিশুখাদ্য আইসক্রিম তৈরি করা হচ্ছে। এ সব আইসক্রিম বিভিন্ন কোম্পানির নকল মোড়কে করে বাজারজাত করা হচ্ছে।
মো. সেলিমুজ্জামান আরও বলেন, আইসক্রিম ফ্যাক্টরির বিএসটিআইয়ের অনুমোদন নেই। তাদের উৎপাদিত পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখও নেই। এ সব কারণে ফ্যাক্টরির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একইসাথে ফ্যাক্টরির মালিককে কোন অবৈধ পণ্য ও শিশুখাদ্য তৈরি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানকালে জেলা পুলিশের একটি টিম, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আশফাক