অভিনেত্রী ইয়ামিন হক ববি সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন বদিউল আলম খোকন পরিচালিত নতুন সিনেমা ‘তছনছ’-এর শুটিং নিয়ে। সিনেমায় সহশিল্পী আছেন মুন্না খান, খল-অভিনেতা মিশা সওদাগর, দীপা খন্দকার ও জয়রাজ।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়ানো বিয়ে বা গোপন সম্পর্কের গুঞ্জন নিয়ে ববি বলেছেন, “সবই গুজব। বর্তমানে আমার পুরো মনোযোগ কাজের দিকে। ওই ব্যক্তির সঙ্গে শুধুমাত্র ব্যবসায়িক আলোচনা হয়েছিল, তার বাইরে কিছু নয়। কেউ যদি আমার নাম ব্যবহার করে অপপ্রচার চালায়, তবে আমি আইনগত ব্যবস্থা নেব।”
বর্তমানে কারো সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্কের প্রশ্নে ববি জানিয়েছেন, “না, এখন আমি কারো সঙ্গেই সম্পর্কে নেই। কাজ নিয়ে ব্যস্ত আছি। আগে কিছু ছিল, কিন্তু এখন আর নেই। তবে বন্ধুত্ব এখনো আছে।”
বিডি প্রতিদিন/আশিক