ঢাকায় চালক ও সাধারণ মানুষকে মোটরযান গতিসীমা নির্দেশিকা ২০২৪ সম্পর্কে জানাতে প্রথমবারের মতো মাসমিডিয়া ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ বিকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের প্রচারণা উপকরণ তৈরি করেছে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) এবং কারিগরি সহায়তা দিয়েছে ভাইটাল স্ট্রাটেজিস।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন ব্রিগেঃ জেনাঃ মোঃ মঈন উদ্দিন, মো. আবদুল ওয়াদুদ, মো. মনিরুজ্জামান, মেজর মো. নিজাম উদ্দিন, মো. মামুনুর রশিদ, মো. জিয়াউর রহমান, খন্দকার মাহবুব আলম, রেবেকা সুলতানা নীলা, আমিনুল ইসলাম সুজন প্রমুখ।
ক্যাম্পেইনের মধ্যে রয়েছে ৩০, ৪৫, ৬০ ও ৯০ সেকেন্ডের ভিডিওচিত্র। ভিডিওতে অংশ নিয়েছেন রোড ক্র্যাশে নিহত আরিফুল ইসলামের স্ত্রী রেবেকা সুলতানা নীলা। তিনি সড়কে গতিসীমা মেনে গাড়ি চালানোর জন্য আহবান জানিয়েছেন।
এছাড়া সড়কের পাশে স্থাপনের জন্য দুটি ভিন্ন ডিজাইনের পোস্টার তৈরি হয়েছে। এসব পোস্টার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ডিএমপি, ডিটিসিএ’র মাধ্যমে প্রচারিত হবে।
মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, “ঢাকার সড়ক নিরাপদ করতে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ চলছে।” মো. মনিরুজ্জামান যোগ করেন, “গতি নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে সরকার কাজ করছে, এই ক্যাম্পেইন চালকদের সচেতন করবে।” ব্রিগেঃ জেনাঃ মোঃ মঈন উদ্দিন বলেন, “পথচারী, মোটরসাইকেল ও বাইসাইকেল আরোহীর নিরাপত্তার জন্য সতর্কতা প্রয়োজন। মানুষ যদি গতিসীমা মেনে গাড়ি চালায়, সড়ক নিরাপদ হবে।”
ইঞ্জিনিয়ার খন্দকার মাহবুব আলম বলেন, “রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত এবং দিনের বেলায় ফাঁকা রাস্তা পেলে গাড়ি অতিরিক্ত গতিতে চলে। এই মাসমিডিয়া ক্যাম্পেইন সচেতনতা বাড়াবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নিরাপদ সড়ক আন্দোলন, ব্র্যাক, সিয়াম, সিআইপিআরবি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ রোড সেফটি কোয়ালিশনের সদস্যরা।
বিডি প্রতিদিন/আশিক