জুলাই সংহতির উদ্যোগে নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার’ শীর্ষক তারুণ্যের ভাবনা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং নোয়াখালী মেডিকেল কলেজ।
বিচারকদের রায়ে যুক্তিতর্কে শ্রেষ্ঠত্ব অর্জন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি’র অধ্যাপক আবদুল কাইয়ুম মাসুদ এবং সঞ্চালনা করেন নোয়াখালী জেলা বিএনপির দফতর সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম কিরণ, ডা. নুরুল আলম লিটন, অ্যাডভোকেট মাহমুদ হাসান সাকিব এবং অ্যাডভোকেট আলেয়া আক্তার আলোসহ অতিথি ও বিচারকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দীর্ঘ দুই যুগ পর এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান অতিথিরা।
বিডি-প্রতিদিন/মাইনুল