শিশুদের অনলাইনে নিরাপদ রাখতে নতুন নিরাপত্তা ফিচারের অংশ হিসেবে এখন থেকে সন্তানরা কোনো নতুন ভিডিও আপলোড করলে মা-বাবাকে জানাবে শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটক।
অনেকের ধারণা, তরুণদের জন্য ক্ষতিকর হতে পারে টিকটক। ফলে প্লাটফর্মটি এসব নতুন নিরাপত্তা ফিচার সেই আশঙ্কা কমানোর লক্ষ্যে চালু করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এর আগে, এ আশঙ্কা কমিয়ে আনার দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসেবে ‘ফ্যামিলি পেয়ারিং’ ফিচার চালু করেছিল টিকটক, যেখানে মা-বাবা ও সন্তানের অ্যাকাউন্ট একসঙ্গে যোগ করার সুযোগ দিয়েছিল চীনা প্রযুক্তি কোম্পানিটি।
সন্তানের অ্যাকাউন্টে ঠিক কী ঘটছে তা বুঝতে পারার জন্য বর্তমানে মা-বাবাকে আরও বেশি নজরদারির সুযোগ দিতে চাইছে শর্ট ভিডিও প্লাটফর্মটি।
এসব ফিচারের মধ্যে রয়েছে- এখন থেকে টিনএজাররা টিকটকে যখন নতুন ভিডিও আপলোড করবে তখন মা-বাবা নোটিফিকেশন পাবেন, সন্তানরা কোন কোন বিষয় বেছে নিয়েছে তা দেখার সুযোগ পাবেন এবং টিনএজার অ্যাকাউন্টে কী ধরনের প্রাইভেসি সেটিং রয়েছে সেটিও দেখতে পারবেন তারা।
এছাড়াও টিকটক এমন কিছু নতুন ফিচারও চালু করেছে, যা কনটেন্ট নির্মাতাদের মানসিক সুস্থতা রক্ষা করবে। যার মধ্যে রয়েছে, উন্নতমানের কমেন্ট ফিল্টার সুবিধা, নির্দিষ্ট শব্দ, ইমোজি বা টিকটক লাইভকে মিউট করার ফিচার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ