প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে অনন্য মাইলফলকে নাম লেখালেন স্পিনার তাইজুল ইসলাম। সাদা পোশাকের ক্যারিয়ারে নিজের ঝুলিতে পুরলেন ২৫০ উইকেট। রবিবার (২৩ নভেম্বর) মিরপুর টেস্টের পঞ্চম দিনে মাঠে নামার আগে তাইজুলের ঝুলিতে ছিল ২৪৯ উইকেট। দিনের ১৪তম ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে লেগ বিফোরের ফাঁদে পেলে ২৫০ উইকেট পূর্ণ করেন তিনি।
পূর্বের দিনই সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক বনে গিয়েছিলেন তাইজুল। টাইগার অলরাউন্ডারের তুলনায় ১৯ ইনিংস কম খেলে তাকে পেছনে ফেলেছেন তাইজুল। ৭১ টেস্টে ১২১ ইনিংস বল করে ২৪৬ উইকেট নিয়েছেন সাকিব। ৫৭ টেস্টে ১০২ ইনিংসে ২৫০ উইকেট নিয়েছেন তাইজুল।
১০২তম ইনিংসে তার সামনে আরও উইকেট তুলে নেওয়ার সুযোগ রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। বাকি তিন উইকেটও ভাগ বসাতে পারেন তাইজুল। আপাতত চার উইকেট নিয়ে তিনি ফাইফারের চেষ্টায় রয়েছেন। প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
এর আগে, সিলেটে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন তাইজুল। দ্বিতীয় টেস্টে জয়ের পথে রয়েছে টাইগাররা। ৫০৯ রানের পাহাড়সম লক্ষ্যে আইরিশদের সামনে। ২০১ রানের মধ্যে নেই সাত উইকেট। দিনের বাকি এখনো দুই সেশনের বেশি।
বিডি প্রতিদিন/নাজিম