অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে রচিত হতে যাচ্ছে নতুন অধ্যায়। প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচে একসঙ্গে খেলতে নামছেন দুই আদিবাসী ক্রিকেটার স্কট বোল্যান্ড ও ব্রেন্ডন ডগেট। শুক্রবার পার্থে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম ম্যাচেই দেখা যাবে এই ঐতিহাসিক দৃশ্য।
প্যাট কামিন্স ও জশ হেইজেলউড চোটে ছিটকে যাওয়ায় সুযোগ তৈরি হয় ডগেটের। বৃহস্পতিবার ঘোষিত একাদশে নিশ্চিত হয়, এবার টেস্ট ক্যাপ পাচ্ছেন ৩১ বছর বয়সী এই পেসার। বোল্যান্ডের জায়গা আগেই নিশ্চিত ছিল।
জেসন গিলেস্পির পর দীর্ঘ ১৫ বছর অস্ট্রেলিয়া দলে আর কোনো আদিবাসী ক্রিকেটারের দেখা মেলেনি। সেই শূন্যতা দূর করেছিলেন স্কট বোল্যান্ড, যিনি ২০২১ সালের বক্সিং ডে টেস্টে অভিষেকেই ৭ রানে ৬ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেন। এখন পর্যন্ত ১৪ টেস্টে নিয়েছেন ৬২ উইকেট।
এবার যোগ দিচ্ছেন ডগেট, তিনি ৫০টি প্রথম শ্রেণির ম্যাচে শিকার করেছেন ১৯০ উইকেট। তাকে নিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার সংখ্যা দাঁড়াবে ৪৭২ এ।
একই ম্যাচে অভিষেক হচ্ছে ওপেনার জেইক ওয়েদেরল্ডেরও। ৭৭ প্রথম শ্রেণির ম্যাচে ১৩ সেঞ্চুরিতে ৫ হাজারের বেশি রান করা বাঁহাতি ব্যাটসম্যান ইনিংস শুরু করবেন উসমান খাজার সঙ্গে।
অস্ট্রেলিয়ার সর্বশেষ এক ম্যাচে দুই অভিষিক্ত খেলোয়াড় দেখা গিয়েছিল ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে; আর অ্যাশেজে এমনটি হয়েছিল সর্বশেষ ২০১১ সালে।
এদিকে দল নির্বাচনে অলরাউন্ডার পজিশন ছিল সবচেয়ে আলোচিত বিষয়। বাউ ওয়েবস্টারকে রেখে নির্বাচকরা ভরসা রেখেছেন ক্যামেরন গ্রিনের ওপর, তিনি পিঠের চোট সেরে বোলিংয়ে ফিরেছেন সম্প্রতি।
বিডি প্রতিদিন/মুসা