বরিশালের গৌরনদী উপজেলার একটি সরকারি অফিসে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করার সময় নারী নুপুর আক্তার (৩৫) আটক হয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নুপুর আক্তার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের আব্দুর রশিদ সরদারের কন্যা।
গৌরনদী মডেল থানার এসআই মো. অলিউল্লাহ জানিয়েছেন, নুপুর আক্তারের বিরুদ্ধে পূর্বে চুরি ও প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় দুইটি এবং যাত্রাবাড়ি থানায় একটি মামলা রয়েছে।
জানা যায়, ১৯ নভেম্বর দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী অফিসার যোহরের নামাজ আদায় করতে মসজিদে গেলে এই ঘটনা ঘটে। ওই সময়ে নুপুর অফিস রুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি বিষয়টি দেখার পর ডাকচিৎকার শুরু করলে অন্যান্য স্টাফরা রুমের দরজা ভেঙে নারীকে উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তাকে থানায় সোর্পদ করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, নুপুর আক্তারের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক