গাজীপুরের টঙ্গীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে গজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন ঝুগিবাড়িরটেক এলাকায় ওয়ানডে ফ্যাশন ওয়াশিং কারখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সাথে কারখানা মালিক রুবেলের কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে, টঙ্গীর পাগাড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন তিতাস টঙ্গী জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মিজবাহ-উর রহমান, প্রকৌশলী দেলোয়ার হোসন, এটিও মো. নাঈম হাসান, প্রকৌশলী ওয়াহসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ বিষয়ে তিতাসের টঙ্গী ব্যবস্থাপক প্রকৌশলী মো. মিজবাহ-উর রহমান বলেন, ‘অবৈধ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।’
বিডি-প্রতিদিন/জামশেদ