চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে তুলে দেওয়া জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছে আমজনতার দল। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম বন্দর চুক্তি ইস্যুতে প্রতিবাদ জানায় দলটি। আমজনতার দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান।
তিনি বলেন, এমন গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের আগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হয়নি।
চুক্তির শর্তও জনগণের সামনে প্রকাশ করা হয়নি।’
বিদেশি কম্পানির কাছে হস্তান্তরের আগে বন্দর কর্তৃপক্ষ বন্দর সেবার চার্জ গড়ে প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি করেছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। আমজনতার দল মনে করে, বিদেশি ওই কোম্পানিকে বিশেষ সুবিধা দিতেই এই চার্জ বৃদ্ধি করা হয়েছে। মিয়া মশিউজ্জামান বলেন, ‘চুক্তির আগে মাসুল বৃদ্ধি, বিশেষ সুবিধা, যা দেশের স্বার্থবিরোধী বলে মনে করে আমজনতার দল। দীর্ঘ মেয়াদে বন্দর বিদেশিদের হাতে দিতে সরকারের জোর-জবরদস্তি, অস্বাভাবিক আচরণ বলে মনে করছে আমজনতার দল।’
আমজনতার দলের পক্ষ থেকে এসব অপতৎপরতা বন্ধ করে, দেশের আইন-শৃঙ্খলা ও ব্যবসা-বাণিজ্যের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সরকারে মনোনিবেশ করার আহ্বান জানানো হয়েছে। বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর নিয়ন্ত্রণের চুক্তি থেকে সরকার সরে না এলে হরতালসহ কঠোর কর্মসূচিতে যাবে বলে ঘোষণা দেন দলটির নেতারা।
বিডি প্রতিদিন/নাজমুল