পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রায় সাড়ে তিন হাজার ভোটার নিবন্ধন করেছেন। গতকাল বুধবার এ কার্যক্রম শুরু হয়। চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় ১৭৪৫, জাপানে ৬৯০, চীনে ৩৬৮, দক্ষিণ আফ্রিকায় ৩৬৩, লিবিয়ায় ৬১, মিশরে ৫২, উগান্ডায় ১৯, মোজাম্বিক ১৫, মরিশায়ে ১৪, নাইজেরিয়ায় ১১, লাইবেরিয়ায় ১১, বোতসোয়ানায় ৯, রিপাবলিক অব কঙ্গোয় ৬, তানজানিয়ায় ৫, কেনিয়ায় ৪ ও মরক্কো থেকে চারজন নিবন্ধন করেছেন।
পোস্টাল ব্যালটে এবার প্রবাসীরা ছাড়াও কয়েদি এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিতরাও ভোট দিতে পারবেন।
বিডি প্রতিদিন/আরাফাত