নেত্রকোনার দুর্গাপুরে প্রাকবীন সাংমা নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার ফান্দা এলাকায় তার ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রাকবীন সাংমাকে ১৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ফান্দা বাজার এলাকায় এমবিবিএস ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত চেম্বার চালাচ্ছিলেন প্রাকবীন সাংমা। পাশাপাশি হার্বাল ও হোমিও চিকিৎসাও দিতেন। অভিযোগ রয়েছে—কোনো পরীক্ষা–নিরীক্ষা ছাড়াই সাধারণ রোগীদের বিভিন্ন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতেন তিনি।
অভিযোগের ভিত্তিতে ভুয়া ডাক্তার প্রাকবীন সাংমার চেম্বারে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, “তথ্য পাওয়ার পর আমরা গিয়ে দেখি তার সব সার্টিফিকেট ভুয়া। এমনকি ‘এমবিবিএস’ শব্দের অর্থও জানেন না তিনি। এজন্য ১৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।”
বিডি প্রতিদিন/আশিক