বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, দুই-একটা নাশকতা বা গাড়ি পুড়িয়ে ভোট প্রক্রিয়া থামানো যাবে না। জনগণ এখন সম্পূর্ণভাবে নির্বাচনমুখী। এই জনসমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।
বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আফাজউদ্দিন মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তারা দেশের মাটিতে আর কখনও রাজনীতি করতে পারবে না। কারণ মানুষ পরিবর্তন চায়, মানুষ ভোট দিতে চায়। ভারতে বসে নাশকতা চালিয়ে ভোট প্রক্রিয়া ব্যাহত করা যাবে, এ ধারণা ভুল।
তিনি বলেন, জনগণের ঢলই আগামী নির্বাচনের দিক নির্ধারণ করবে। দেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়। সহিংসতা বা ভয়ভীতি দেখিয়ে ভোটের পরিবেশ নষ্ট করা যাবে না। লকডাউনের নামে দেশে আগুন-সন্ত্রাস ও অস্থিরতা ছড়ানোর যে চেষ্টা হয়েছে, জনগণ তা প্রতিহত করেছে। বাইরের মাটিতে বসে যেসব অপকৌশল করা হচ্ছে, তা বাংলাদেশি মানুষ বুঝে ফেলেছে। নির্বাচন বানচাল করার কোনো ষড়যন্ত্রই আর টিকবে না। নির্বাচন রুখে দেওয়ার ক্ষমতা কোনো শক্তির নেই।
তিনি আরও বলেন, হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটি শুধু আইনের প্রতি সম্মান নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ। রায় যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও আইনের শাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি হবে। ভবিষ্যতে কেউ আইনকে নিজের মতো ব্যবহার করার সাহস পাবে না। রাষ্ট্র ও জনগণের প্রতি দায়িত্বশীলতার মানদণ্ড আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল