বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, “নতুন বাংলাদেশ গড়তে তরুণদের সোচ্চার ভূমিকা রাখতে হবে, তরুণরাই হবে সুন্দর বাংলাদেশ নির্মাণের কারিগর।” বৃহস্পতিবার নগরীর সদরঘাট থানা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সারাদেশে নির্বাচনমুখী পরিবেশ তৈরি হয়েছে এবং জনগণ ধানের শীষে ভোট দিতে আগ্রহী। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা উল্লেখ করে তিনি বলেন, ধর্ম–বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকারের রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন যুবদল নেতা নুর খান এবং পরিচালনা করেন সদরঘাট থানা ছাত্রদল আহ্বায়ক ইউনুস মিয়া জুয়েল। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি সদস্য জয়নাল আবেদীন জিয়া, হাজী মোহাম্মদ সালাউদ্দিন, মশিউল আলম স্বপনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে আরও বক্তব্য দেন ইয়াসির আরাফাত, মুস্তাফিজুর রহমান মোস্তাক, রাশেদ, আনোয়ারুল আবেদিন মুন্না, কামরুন নাহার লিজা প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক