রিয়াল মাদ্রিদের ডিফেন্সে আবারও ধাক্কা। ব্রাজিলিয়ান সেন্টারব্যাক এদের মিলিতাও পেশির চোটে সাময়িকভাবে মাঠের বাইরে ছিটকে গেছেন। ফলে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাকে পাচ্ছে না লস ব্লাঙ্কোস।
মঙ্গলবার লিলেতে তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিলের ১–১ ড্র প্রীতি ম্যাচের ৫৮তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মিলিতাও। পরদিন পরীক্ষা-নিরীক্ষার পর রিয়াল মাদ্রিদ জানায়, ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারের ডান পায়ের পেশিতে চোট ধরা পড়েছে।
যদিও তার কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি ক্লাব, তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি- অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে মিলিতাওকে।
ফলে রিয়ালের পরের চার ম্যাচ: এলচে, অলিম্পিয়াকোস, জিরোনা ও আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে তাকে পাওয়া যাবে না। তবে ধারণা করা হচ্ছে, আগামী ১০ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুরোপুরি সেরে উঠতে পারেন তিনি।
গত দুই বছরে দুটি গুরুতর এসিএল (অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) চোটে মিলিতাওকে লম্বা সময় বাইরে থাকতে হয়েছিল। নতুন এই চোট তাই রিয়াল সমর্থকদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।
এদিকে লা লিগায় শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শাবি আলোনসোর দল তালিকার প্রথম স্থানে, আর তাদের থেকে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।
বিডি প্রতিদিন/মুসা