রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ চেষ্টার অংশ হিসেবে কিয়েভে গেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
দেশটির সামরিক কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
মার্কিন দলটির নেতৃত্বে আছেন সেনাবাহিনী সচিব ডেন ড্রিসকল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসতে থাকে রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে একটি নতুন যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির খসড়া তৈরি করেছে। যেখানে ইউক্রেনের অনেক বেশি ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে। যদি ইউক্রেন চুক্তিটি মানে তাহলে তাদের কিছু অঞ্চলের ভূখণ্ড রাশিয়ার কাছে তুলে দিতে হবে। একই সঙ্গে তাদের তাদের সেনাবাহিনী ছোট করে ফেলতে হবে। এমনকি যেসব ভূখণ্ড এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে তার কিছুও ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে এতে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়া কেউই এখনও চুক্তির খসড়া নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। জানা গেছে, খসড়াটি তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রেভ।
আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে এক পোস্টে বলেছেন, “টেকসই শান্তির জন্য উভয় পক্ষকেই কিছু কঠিন, তবে জরুরি বিষয়ে একমত হতে হবে এবং ছাড় দিতে হবে। এই কারণেই আমরা এই সংঘাত শেষ করার জন্য উভয় পক্ষের মতামত নিয়ে সম্ভাব্য সমাধানের একটি তালিকা তৈরি করছি এবং তা চালিয়ে যাব।”
রাশিয়ার বিরুদ্ধে ২০২২ সালের শুরু থেকে যুদ্ধ করছে ইউক্রেন। এই সময়ের মধ্যে নিজেদের ভূখণ্ড ছাড়াও অন্তত কয়েক লাখ সেনা হারিয়েছে দেশটি। তিন-চার বছর যুদ্ধ করার পর এখন তাদের ছাড় দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন থেকে বিপুল সামরিক সহায়তা পেলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অস্ত্র সরবরাহ সীমিত করে যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে।
তবে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি প্রধান কাজা কালাস যুক্তরাষ্ট্র-রাশিয়ার এই পরিকল্পনার বিরোধিতা জানিয়েছেন। তিনি বলেছেন, যেকোনও সমাধানের জন্য অবশ্যই ইউরোপ এবং ইউক্রেনকে রাখতে হবে। অপরদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল বলেছেন, ইউক্রেন কোনও ধরনের আত্মসমর্পণ চায় না। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ