বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বলেছেন, আগের তুলনায় ক্রিকেট বোর্ডের অবস্থা অনেকটাই ভালো। আমরা ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। এজন্য সারা দেশের জেলাগুলোতে আমরা ক্রিকেটের অবস্থান সম্পর্কে জানতে পরিদর্শনে নেমেছি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আসিফ আকবর বলেন, বয়সভিত্তিক ক্রিকেট লীগ এবং টুর্নামেন্টগুলো সময় মত হতে হবে। এজন্য ক্রিকেট বোর্ড থেকে মনিটরিং করা হবে। তবে পরবর্তীতে ২১ এবং ২৩ বয়স ভিক্তিক খেলার জন্য প্রস্তুতি নেয়া হবে।
পরিদর্শনকালে দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠের প্রশংসা করে আসিফ বলেছেন, দেশের বহু স্থানে আমি গিয়েছি কিন্তু এ ধরনের মাঠ আমার চোখে পড়েনি। এই মাঠটি হলো খেলাধুলার জন্য একটি উপযুক্ত মাঠ।
তিনি বলেন, এ ধরনের মাঠ থেকেই শত শত মুশফিকুর রহিম তৈরির সুযোগ রয়েছে। এ জন্য দিনাজপুর ও আঞ্চলিক ক্রিকেট
টুর্নামেন্টের জন্য ক্রিকেট বোর্ড, স্কোর বোর্ড, নেট ও বোলিং মেশিনসহ যা যা প্রয়োজন সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হাসানুজ্জামান, জিডির সদস্য সচিব আরমানুল ইসলাম ও ক্রিকেট কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা।
বিডি-প্রতিদিন/তানিয়া