চ্যাম্পিয়নস লিগের এক নাটকীয় রাতে আর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোলেও জয়ের দেখা পেল না ম্যানচেস্টার সিটি। ম্যাচের শেষ মুহূর্তে বিতর্কিত এক পেনাল্টিতে মোনাকোর মাঠ থেকে ২-২ গোলে ড্র নিয়েই ফিরতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।
বুধবার (১ অক্টোবর) রাতে শুরু থেকেই আগ্রাসী ছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন হালান্ড। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইংলিশ ক্লাবটি। চার মিনিট পরই মোনাকোর জর্ডান তেজ গোল করে ম্যাচে সমতা ফেরান।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ফের আলো ছড়ান হালান্ড। দ্বিতীয় গোলটি করে সিটিকে আবারও এগিয়ে দেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
তবে ম্যাচের শেষদিকে ঘটে যায় নাটকীয় মোড়। মোনাকোর এক কর্নার থেকে এরিক ডায়ারের মাথায় পা লাগে সিটির নিকো গঞ্জালেজের। রেফারি প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও ভিএআরের মাধ্যমে সিদ্ধান্ত পাল্টে দেন পেনাল্টির।
স্পট কিক থেকে গোল করে মোনাকোকে সমতায় ফেরান ডায়ার। বাকি সময় আর গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
এ ড্রয়ে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট হারিয়ে কিছুটা চাপে পড়ল পেপ গার্দিওলার দল। তবে দলের সেরা তারকা হালান্ডের ফর্ম অবশ্য কিছুটা স্বস্তির কারণ হতে পারে কোচ ও সমর্থকদের জন্য।
বিডি প্রতিদিন/মুসা