নোয়াখালীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের জন্য পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র নিজস্ব অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
সোমবার দুপুরে ‘আশা’র পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইয়াছিনের কাছে এসব শীতবস্ত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এদিন সংস্থাটির পক্ষ থেকে এডিসি (রাজস্ব)–এর নিকট ৪৫০টি কম্বল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা কুমিল্লা ডিভিশনের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার শামীম খান, নোয়াখালী সদর জেলার জেলা ব্যবস্থাপক খসরু আহম্মেদ, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোস্তফা কামাল (নোয়াখালী সদর–০১), জাকারিয়া ফেরদৌস (নোয়াখালী সদর–০২) এবং বিদ্যুত চন্দ্র দাস, এবিএম (নোয়াখালী সদর–০১)।
উপস্থিত কর্মকর্তারা জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ‘আশা’র মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/মাইনুল