ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আজ রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে শোকরানা সিজদায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
হাদি তার সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, 'বিকেল ৪টায় জাদুঘরের সামনে শোকরানা সিজদায় যোগ দিন।'
এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে, জুলাই অভ্যুত্থান–সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশের কথা বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়। একই মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের সাজা উল্লেখ করা হয়। মামলার দু’জন প্রধান আসামি শেখ হাসিনা ও কামাল পলাতক রয়েছে বলে দাবি করা হয়েছে।
রায় পড়া শুরু হয় দুপুর ১২টা ৪০ মিনিটে। ছয় অধ্যায়ে প্রকাশিত ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়েন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ প্যানেলে আরও ছিলেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
বিডি প্রতিদিন/মুসা