দোহায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কিছুটা উত্তেজনা থাকলেও মাঠের লড়াই ছিল একেবারেই একপেশে। ব্যাটে-বলে সম্পূর্ণ আধিপত্য দেখিয়ে পাকিস্তান শাহিনস ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়ে উঠেছে এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে।
ওয়েস্ট এন্ড পার্ক স্টেডিয়ামে ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। ওপেনার মাআজ সদাকাত নিজের ছন্দে খেলতে থাকেন শুরু থেকেই। প্রথম সাত ওভারেই স্কোরবোর্ড ওঠে ৭৭/১। ৫৫ রানের ওপেনিং জুটিতে সদাকাতের ব্যাটে আসে টানা বাউন্ডারি, আত্মবিশ্বাসী পুল-ড্রাইভ, আর টানা দ্বিতীয় অর্ধশতক।
নাইম ১৪ রান করে ফিরলেও গতি কমেনি। ইয়াসির খান ১১ রানে আউট হলেও জয়ের পথ আরও সুস্পষ্ট হয় সদাকাতের ৭৯* (৪৭ বলে, ৭ চার, ৪ ছক্কা) ইনিংসে। সঙ্গে ফাইক ১৬*; ১৪ ওভারেই ম্যাচ শেষ করে ফেলে পাকিস্তান।
এর আগে ভারতের ব্যাটিং শুরু থেকেই বিপর্যয়ের দিকে এগোতে থাকে। ৩০ রানে অর্য়া বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। সূর্যবংশী, নামন ধীর—দুজনের ৫৪ রানের জুটি একটু প্রতিরোধ গড়লেও সেটাই ছিল শেষ। নামন ৩৫ ও সূর্যবংশী ৪৫ করে ফিরতেই মিডল অর্ডার ভেঙে পড়ে। মাত্র ১২ রানের মধ্যে পড়ে ৫ উইকেট।
বোলিংয়ে শাহিদ আজিজ ৩/২৪ নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। সদাকাত, সাদ মসুদ নেন দুটি করে উইকেট। বাকি তিন বোলারও একটি করে উইকেট তুললে ভারত থামে ১৯ ওভারে ১৩৬ রানে।
গ্রুপ ‘বি’তে শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান শাহিনস। তাদের পরের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।
বিডি প্রতিদিন/আশিক