রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) রাতে মহনগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ কর্মী হলেন, মতিহার থানার চরশাদ বাড়ীয়া এলাকার মৃত তছের আলীর ছেলে আলাল উদ্দিন শেখ (৪৬)। গ্রেপ্তারকৃত চাঁদাবাজ হলেন, নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কালুমিস্ত্রির মোড় এলাকার সত্যাজিত বাগচীর ছেলে প্রত্যয়জিত বাগচী বোবাই (২৯)।
এছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৮ জন, মাদক মামলার ২ জন এবং অন্যান্য মামলার আসামি ৫ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ