ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামী রবি পদ্মকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কালা গ্রামের মৃত সাত্তার মোল্লার ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি শহরের আদর্শপাড়া এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দু’গ্রুপ পদ্মাকর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ন বিশ্বাস ও ওয়ার্ড বিএনপি কর্মী জিয়ারুল ইসলাম গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
সে সময় হুমায়ন বিশ্বাসের সমর্থকেরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কম্বোডিয়া প্রবাসী মাহবুবুর রহমানকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরিবার লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় এদিন বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রবিবার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-২ জনকে আগামি করে সদর থানায় হত্যা একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/জামশেদ