সহকারী অধ্যাপক পদে পদোন্নতিসহ তিন দফা দাবিতে সিরাজগঞ্জে কর্মবিরতি পালন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা।
সোমবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ ইউনিটের ব্যানারে কলেজ প্রাঙ্গণে প্রভাষকরা এ কর্মবিরতি পালন ও পরে সংবাদ সম্মেলন করেন। কর্মসূচিতে সিরাজগঞ্জের বিভিন্ন সরকারি কলেজের প্রভাষকরা অংশগ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোমেনা ইসলাম বলেন, সব যোগ্যতা পূরণ করেও তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। এর জন্য দায়ী শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গাফিলতি।
প্রভাষকদের দাবি, বিভিন্ন কলেজ জাতীয়করণের পর অনেক শিক্ষক বিসিএস ছাড়া ক্যাডারভুক্ত হয়ে জ্যেষ্ঠতার দাবি করছেন। যা শিক্ষা ক্যাডারের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। অন্যদিকে ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের বহু প্রভাষক ৭ থেকে ১২ বছর পার করলেও পদোন্নতি পাননি।
প্রভাষকদের তিন দফা দাবি হলো, চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, জাতীয়করণকৃত কলেজগুলোর বিতর্কিত ক্যাডারভুক্তির প্রজ্ঞাপন বাতিল ও পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন দ্রুত জারি করা। এসময় তারা পদোন্নতির জিও জারি না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বিডি-প্রতিদিন/এমই