বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে বলে বরিশাল জেলা বাসমালিক গ্রুপের সভাপতি মো. মোসারেফ হোসেন জানিয়েছেন। দুপুরের পর অভ্যন্তরীণ রুটের বাস চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্বে শনিবার সন্ধ্যার পর থেকে নথুল্লাবাদ বাস টার্মিনালে হামলা, ভাঙচুর করা হয়। টার্মিনালে থাকা শতাধিক বাস ভাঙচুর, একটিতে অগ্নিসংযোগসহ ৫০টি কাউন্টার ভাঙচুর করা হয়। এরপর থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১৭টিসহ দূরপাল্লার সকল রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
জেলা বাসমালিক গ্রুপের সভাপতি মোসারেফ হোসেন বলেন, সোমবার সকাল থেকে দূরপাল্লার সকল রুটের বাস চলাচল করছে। এরপর বিএম কলেজ অধ্যক্ষসহ ছাত্র নেতৃবৃন্দ ও বাসমালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দুপুরের পর অভ্যন্তরীণ রুটের যে সকল বাস চলাচল উপযোগী রয়েছে, সেগুলো চলাচল শুরু করেছে। অভ্যন্তরীণ রুটের অনেক বাসের গ্লাস ভাঙচুর করা হয়েছে। সেগুলো যাতে দ্রুত সময়ের মধ্যে মেরামত করে চলাচল শুরু করতে পারে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।
সাকুরা পরিবহনের সহকারী জেনারেল ম্যানেজার পলাশ হাওলাদার বলেন, সীমিত আকারে বাস চলাচল করছে। তবে যাত্রী একটু কম।
বরিশাল সরকারি বিএম কলেজ অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম বলেন, ছাত্র নেতৃবৃন্দ ও বাসমালিক-শ্রমিক নেতৃবৃন্দদের নিয়ে সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে সপ্তাহে সাত দিন শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে। তৃতীয়পক্ষের হস্তক্ষেপে এ ধরনের সহিংস ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতি উভয়পক্ষের হয়েছে। নিজ নিজ উদ্যোগে বিষয়টি তারা সমাধান করবেন।
মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মিটিংয়ে সবাই সিদ্ধান্ত মেনে নিয়েছে। বাস চলাচল করছে।
বিডি প্রতিদিন/কেএইচটি