নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু কিট প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানের হাতে এসব কিট হস্তান্তর করেন।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সারাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ চলছে। নারায়ণগঞ্জেও পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি উদ্বেগজনক। খোঁজ নিয়ে জানতে পারলাম সরকারি হাসপাতালে ডেঙ্গু কিট অপ্রতুল। তাই স্থানীয় উদ্যোগে এবং তারেক রহমানের নির্দেশে আমরা কিট সরবরাহ করেছি। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। পাশাপাশি সমাজের বিত্তশালীরা এগিয়ে এলে জেলার মানুষ আরও প্রাপ্তিসম্পন্ন সেবা পাবে। একইসঙ্গে আমাদের লক্ষ্য হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
ডেঙ্গু কিট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোজাম্মেল হক মল্লিক শিপলু, মহানগর বিএনপির সদস্য ডা. মুজিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/মাইনুল