বাংলাদেশ মানবাধিকার ফোরামের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়েছে। এতে সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, মানবাধিকারে অ্যাডভোকেট এলিনা খান এবং সাহিত্যে কবি মিয়া ইব্রাহিম।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। উক্ত আয়োজনে নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতা শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতা বাড়ানোর জন্য প্রয়োজন আইনি সচেতনতা, নৈতিক ও সুশিক্ষা প্রদান এবং সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম ও সংশ্লিষ্ট সংস্থার ভূমিকা। বাংলাদেশ মানবাধিকার ফোরাম সব সময়ই নির্যাতিত নারী এবং শিশুদের আইনি সহয়তা দিয়ে আসছে দীর্ঘদিন। সামনেও এই ধারা অব্যাহত থাকবে।
বক্তারা আরও বলেন, আমাদের দেশে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। শারীরিক নির্যাতন, যৌতুক, এসিড নিক্ষেপ, পাচার, খুন বা হত্যার মতো ঘটনা রয়েছে। জীবনসঙ্গী বা স্বামীর মাধ্যমে সহিংসতার মাত্রা বেশি হলেও ভুক্তভোগী নারীরা তাদের সাথে ঘটে যাওয়া সহিংসতার কথা কাউকে কখনো বলে না। অনেক ক্ষেত্রে কর্মস্থলে বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছে, ইভটিজিংয়ের শিকার হয়ে কিশোরীদের কেউ কেউ আত্মহননের পথ বেছে নিচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই