ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে পূজার ছুটিতে বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম আরাফাত হোসেন (১০)। তিনি মির্জানগর গ্রামের মো: আবদুল হকের ছোট ছেলে এবং মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার আরাফাত খালার বাড়ি পরশুরামের সলিয়া গ্রামে বেড়াতে যায়। মঙ্গলবার সকালে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে লাফ দিলে আর উঠে আসতে পারেনি।
পরে স্থানীয়রা শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। দীর্ঘ খোঁজাখোঁজির পর দুপুর ১২টার দিকে তার নিথর দেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/নাজমুল