বগুড়ার নন্দীগ্রামে রিপন আকন্দ (৫০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিপন শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি তালপট্ট্রি গ্রামের বদিউজ্জামানের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে জঙ্গলে একটি মরদেহ দেখতে পান। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহতের ভাই নান্নু আকন্দ জানান, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে রিপন ভাড়ায় চালিত ইজিবাইকে তিনজন যাত্রী নিয়ে গাড়িদহ থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে খবর পান নুন্দহ এলাকায় একটি অজ্ঞাত মরেদহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে গিয়ে রিপনের লাশ শনাক্ত করেন। তার অভিযোগ, দুর্বৃত্তরা রিপনকে হত্যা করে ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে গেছে।
নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/নাজমুল