দুবাইয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের কাছে ৪ উইকেটে হেরে থেমে গেল শ্রীলঙ্কার টানা ৮ ম্যাচের জয়ের ধারা।
ম্যাচ শেষে হতাশ কণ্ঠে লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা বললেন, “এটা দারুণ ম্যাচ ছিল। শেষ পর্যন্ত আমরা স্নায়ু ধরে রেখেছিলাম, কিন্তু যথেষ্ট হয়নি। শেষ দুই ওভারে আমরা আরও ভালো করতে পারতাম। অন্তত ১০-১৫ রান কম হয়েছে। দাসুন শানাকা দারুণ ব্যাট করেছে, ওকে পাঁচ নম্বরে পাঠানো হয়েছিল এবং সে ভালো কাজ করেছে। বড় ছক্কা হাঁকিয়ে আমাদের ড্রেসিংরুমে খুশি এনেছিল, কারণ ১৭০-এর কাছাকাছি রানই আমাদের লক্ষ্য ছিল।”
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। দাসুন শানাকা করেন অপরাজিত ৬৪, আসালঙ্কা যোগ করেন দ্রুত ২১ রান। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নেন, মেহেদি হাসান ২টি, তাসকিন আহমেদ ১টি উইকেট পান।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপের মুখে পড়ে বাংলাদেশ। তবে সাইফ হাসান (৬১), তাওহীদ হৃদয় (৫৪), লিটন দাস (২৩), শেষ দিকে শামীম পাটোয়ারীর (১৪*) ব্যাটে ১ বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা।
বিডি প্রতিদিন/আশিক