জার্মান বুন্দেসলিগায় দুর্দান্ত ফর্মে রয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার (২০ সেপ্টেম্বর) প্রতিপক্ষের মাঠে হফেনহাইমকে ৪-১ গোলে হারিয়ে লিগে টানা চতুর্থ জয়ের দেখা পেয়েছে টমাস টুখেলের দল। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন ইংলিশ তারকা হ্যারি কেইন।
এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে বায়ার্ন।
চলতি মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বার হ্যাটট্রিক করলেন কেইন। এর আগে, ২২ আগস্ট লাইপজিগের বিপক্ষে ৬-০ গোলের জয়েও হ্যাটট্রিক করেছিলেন তিনি। ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার দশম হ্যাটট্রিক।
হফেনহাইমের বিপক্ষে কেইনের প্রথম গোল আসে প্রথমার্ধের শেষ দিকে, ৪৪তম মিনিটে। দ্বিতীয়ার্ধে দুইবার পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন তিনি, যথাক্রমে ৪৮ ও ৭৭ মিনিটে।
হফেনহাইম একমাত্র গোলটি শোধ করে ৮২তম মিনিটে। তবে ইনজুরি টাইমে (৯০+৯ মিনিটে) সার্জ জিনাব্রির গোলে বড় জয় নিশ্চিত করে বায়ার্ন।
চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ছন্দে রয়েছেন কেইন। গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ম্যাচে চেলসির বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচে তার গোল সংখ্যা ৭টি।
মৌসুমের শুরুর ছয় ম্যাচেই দাপট দেখানো কেইনের গোল এখন ১০টি।
বিডি প্রতিদিন/মুসা